স্বাস্থবিধান গান


গানের কথা

রোগ নয় নয়, ব্যাধি নয় নয়, স্বাস্থ্য চাই শান্তি চাই
সব প্রাণে, সব মনে, শুরু হোক বাঁচার লড়াই।।

তত্ত্ব নয়, গল্প নয়, চাই রোগের প্রতিকার
ধ্বংস হোক সব জীবাণু, স্তব্ধ হোক হাহাকার।
পুষ্টিকর খাদ্য চাই, বিশুদ্ধ পানীয় চাই
সব প্রাণে, সব মনে, শুরু হোক বাঁচার লড়াই।।

দয়া নয় করুণা নয়, চাই না কোন সান্ত্বনা
ঝঞ্ঝা ভয় করব জয়, চাই অনুপ্রেরণা
রোগ মৃত্যুকে রুখতে চাই, স্বাস্থ্যবিধান মেনে ভাই
সব প্রাণে, সব মনে, শুরু হোক বাঁচার লড়াই।।

---------------------------------------------------
'রোগ নয় নয়' একটি স্বাস্থ্যবিধান গান। পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রদত্ত এই গানটি পশ্চিমবঙ্গের সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলিতে প্রার্থনাকালীন গাওয়া হয়। গানটির মাধ্যমে স্বাস্থ্য সচেতন সম্পর্কিত বিভিন্ন বার্তা দেওয়া হয়েছে। সুন্দর স্বাস্থ্য ও সুন্দর পরিবেশ গঠনই গানটির মূল লক্ষ্য। তবে এই 'রোগ নয় নয়' গানটি নতুন ভাবে নির্মিত। মূল গানের কথা অপরিবর্তিত রেখে নতুন সুরে গাওয়া হয়েছে। আমাদের স্কুলে চিত্রিত এই গানটি সম্পূর্ণ নতুন আঙ্গিকে নির্মাণ করা হয়েছে। আশা করি সকলেরই ভাল লাগবে। ধন্যবাদ।

Popular Posts